বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০১৬

Training on WSO2, an open source technology stack based on SOA (Service Oriented Architecture) middleware


প্রকাশন তারিখ : 2016-02-03

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় Leveraging ICT for Growth, Employment and Governance Project (LICT) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন আছে। এ প্রকল্পের ই-গভর্নেন্স কম্পোনেন্ট এর আওতায় ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সার্ভিস বাস চালু করা হয়েছে। সরকারি সেবা সমূহ পর্যায়ক্রমে এই সার্ভিস বাসে সংযুক্ত করা হবে। এমতাবস্থায় সরকারি/বেসরকারি কর্মকর্তাদের এই সার্ভিস বাস এবং এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন।

LICT প্রকল্পের মাধ্যমে সরকারি/বেসরকারি কর্মকর্তাদের জন্য an open source based Services Oriented Architecture (SOA) middleware সংক্রান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত “WSO2 API Manager Certification” বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।