বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০১৮

Success Story of ITEE examination's


প্রকাশন তারিখ : 2018-09-23

ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) পরীক্ষায় সর্বোচ্চ স্কোর

এশিয়ার ১৩টি দেশের মধ্যে বাংলাদেশের তিনজন শিক্ষার্থী গত ২৫ মার্চ ২০১৮ খ্রিঃ তারিখে  অনুষ্ঠিত ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) পরীক্ষায় সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। আইটিইই (ITEE) এফই (FE) লেভেল-২ পরীক্ষায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন মো. জায়েদ মোবিন এবং তৃতীয় সর্বোচ্চ স্কোর করেন আবু নাফি ইবনে জাঈদ। এছাড়া আইটিইই (ITEE) আইপি (আইপি) লেভেল-১ পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন মো. হাসানুর রশিদ। সর্বোচ্চ স্কোর অর্জনকারী তিনজন শিক্ষার্থী’ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ।

গত ১৪ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিঃ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কোবে ইনস্টিটিউট অব কম্পিউটিং’ (কেআইসি) এর সহযোগী অধ্যাপক ড. ইউকিনবু মিয়ামোতো, ‘জাইকা এক্সপার্ট টিম’ এর দলনেতা ইয়োজিরো ফুজিওয়ারা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবির এবং ম্যানেজার (অপারেশন-১) মো. গোলাম সারওয়ার, জাইকা বাংলাদেশ এর পক্ষ থেকে নাকাদাই গিংগা এবং হিরোকি ওয়াতানাবে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত মার্চে আইটিইতে ২২ জন পরীক্ষার্থী পাস করেন। যা বাংলাদেশের জন্য একটি রেকর্ড।

click here for details