বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০২০

বিসিসি’র কর্মকর্তাদের জন্য ৩দিনব্যাপী (১২-১৪ মে’ ২০২০) পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এর “সার্ভিস প্রকিউরমেন্ট” বিষয়ে কর্মকালীণ প্রশিক্ষণ আয়োজন


প্রকাশন তারিখ : 2020-05-14

বিসিসি’র কর্মকর্তাদের জন্য ৩দিনব্যাপী (১২-১৪ মে’ ২০২০) পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এর “সার্ভিস প্রকিউরমেন্ট” বিষয়ে কর্মকালীণ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এ প্রশিক্ষণ কোর্সে মোট ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মহামারী করোনা ভাইরাসের কারণে চলমান সাধারন ছুটির মধ্যে অনলাইনে এ প্রশিক্ষন আয়োজন করা হয়। বিসিসি’র ‘জি-ইআরপি’ প্রকল্পের প্রকিউরমেন্ট কনলালট্যান্ট ড. মোঃ নুরুল ইসলাম এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।

উল্লেখিত প্রশিক্ষণ কোর্সে নিম্নবর্ণিত বিষয়গুলো অন্তর্ভূক্ত ছিল:

·        বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবা ক্রয় (ফার্ম ও ব্যক্তি ভিত্তিক);

·        EoI এবং RFP ডকুমেন্ট প্রস্তুত ও মূল্যায়ন;

·        পরামর্শ সেবার কর্মপরিধি (TOR) প্রস্তুতকরণ;

·        চুক্তির প্রকারভেদ ও চুক্তিপত্রের সংস্থানসমূহ ইত্যাদি।