বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুলাই ২০১৮

বিসিসির সাথে এর অধীনস্থ ৬টি বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি


প্রকাশন তারিখ : 2018-07-24

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে ২০ জুন ২০১৮ তারিখে বিসিসির সাথে এর অধীনস্থ ৬টি বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিসির নির্বাহী পরিচালক জনাব পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন। তিনি বিসিসির পক্ষে এবং ৬টি আঞ্চলিক কার্যালয়ের (ফরিদপুর, খুলনা, বরিশাল,চট্টগ্রাম,রাজশাহী,সিলেট)সেন্টার ইন-চার্জগণ স্ব স্ব কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির প্রাক্তন নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার সরকার ও বিসিসির উর্দ্ধতন কর্মকর্তাগন। অনুষ্ঠানে জনাব পার্থপ্রতিম দেব বলেন যে, সরকারের বিঘোষিত নীতি ও কর্মসূচীর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন এবং সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের নিমিত্ত সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। যে সকল কার্যালয় তার লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ অর্জন করতে পারবে তাকে বছর শেষে  মূল্যায়ন পূর্বক পুরস্কার প্রদান করা হবে।