বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০২৩

ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি এবং কেন?

 

বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি?

  • বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার জাতীয় ই-সেবার সমন্বিত কাঠামো
  • যুক্তরাষ্ট্রে ইহা ফেডারেল এন্টারপ্রাইজ আর্কিটেকচার নামে পরিচিত। জাতীয় ই-সেবা কাঠামোকে গভর্নেন্স এন্টারপ্রাইজ আর্কিটেকচার হিসেবেও অভিহিত করা হয়।
  • একটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থা , প্রক্রিয়াসমূহ, অঙ্গ-সংগঠন এবং লোকবল কিভাবে সমন্বিত উপায়ে কাজ করবে, তা এন্টারপ্রাইজ আর্কিটেকচার ব্যাখ্যা করে।
  • এটি একটি ফ্রেমওয়ার্ক যা বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানসমূহকে যথোপযুক্ত ই-গভর্নেন্স প্রচেষ্টা/উদ্যোগ নেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ভিশন অর্জনে পথ নির্দেশনা ও সাহায্য প্রদান করবে।
  • এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মূল ভিত্তি হল সেবা মুখি নকশা (Service Oriented Architecture) ব্যবস্থা। এ ব্যবস্থায় বেশ কিছু ওয়েব সার্ভিস একই সার্ভিস বাসের মাধ্যমে পরস্পরের সাথে বার্তা প্রবাহ আদান প্রদান, রাউটিং, রুপান্তর ইত্যাদি করে থাকে।

কেন বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার?

  • সকল জাতীয় ও নাগরিক সেবা ও তথ্যের সহজ সংযোগ নিশ্চিত করে
  • জাতীয়  ও নাগরিক সেবাসমূহের সমন্বয়ের ক্ষেত্রে এটি একটি সামস্টিক ব্যবস্থা (Holistic approach)
  • এটি সার্বিক প্রক্রিয়াগুলির  আন্তপরিবাহীতা (Interoperability) নিশ্চিতকরণে সাহায্য করে
  • তথ্য ব্যবস্থা ও নাগরিক সেবার সংখ্যা বাড়ার সাথে সাথে  এন্টারপ্রাইজ আর্কিটেকচারের প্রয়োজনীয়তা আপরিহার্য হয়ে ওঠে।
  • সেবা প্রক্রিয়ার জন্য বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা মেটাতে
  • সেবা পুনর্ব্যবহারের সম্ভাবনা বৃদ্ধি  করে, অনাবশ্যক দ্বৈততা কমাতে  পারে এবং এই প্রক্রিয়া খরচ  কমাতে সাহায্য করে।