বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

“ডিজিটাল আইল্যান্ড মহেশখালী” প্রকল্প

 

ক্র.নং

বিষয়বস্তু

বিবরণ

প্রকল্পের নাম

ডিজিটাল আইল্যান্ড মহেশখালী

মেয়াদ

জানুয়ারি ২০১৭ - জুন ২০১৯ 

প্রাক্কলিত ব্যয়

অর্থের উৎস

অর্থের পরিমান

বৈদেশিক সাহায্য

১৬১১.৭০ (লক্ষ টাকায়)

জিওবি

৪৪৬.০০ (লক্ষ টাকায়)

মোট

২০৫৭.৭০ (লক্ষ টাকায়)

জনবল

কর্মকর্তা: জিওবি অংশে ২ জন ও প্রকল্প সাহায্য অংশে ৩ জন।

কর্মচারী: জিওবি অংশে ২ জন ও প্রকল্প সাহায্য অংশে ২ জন।

পটভূমি

বাংলাদেশ সরকারের সকল পর্যায়ে বিগত ২০০৯ সন হতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রধান লক্ষ্য ২০২১ সালের মধ্যে প্রযুক্তি ভিত্তিক বিশেষতঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা। এরূপ উন্নয়নের ছোয়াঁয় দেশের সর্বত্র ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হয়েছে এবং দেশের মানুষ দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ হয়ে উঠেছে। তবে এ প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহারে দেশের উপকূলীয় দ্বীপাঞ্চলগুলো পিছিয়ে আছে। উপকূলীয় দ্বীপগুলোকে ডিজিটাল প্রযুক্তি সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক “ডিজিটাল আইল্যান্ড মহেশখালী” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে International Organization for Migration (IOM) ও Korea Telecom (KT) বিসিসি’র সাথে একত্রে কাজ করছে। এ প্রকল্পের অভিজ্ঞতা পরবর্তীকালে অন্যান্য দ্বীপাঞ্চলে অনুরূপ সুবিধা সম্প্রসারণে ব্যবহার করা হবে।

লক্ষ্য ও উদ্দেশ্য

প্রকল্পের সার্বিক উদ্দেশ্য:  প্রকল্পটির সার্বিক উদ্দেশ্য হল, উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহেশখালী দ্বীপের অধিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন;

প্রকল্পের মূল উদ্দেশ্য:

  • উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্বীপের অধিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন;
  • শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনসেবার মান উন্নয়ন;
  • উচ্চ-গতির তথ্য ‌ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মহেশখালীর সুনির্দিষ্টকৃত জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে প্রবেশাধীকারের মাধ্যমে জ্ঞান উন্নয়ন;
  • সুনির্দিষ্টকৃত সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীগণের নিজ নিজ দায়িত্ব পালনে আইসিটি ব্যবহারে তাদের সক্ষমতা বৃদ্ধি করা;
  • শহর ও দ্বীপাঞ্চলের অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমিয়ে আনা;  
  • দ্বীপের অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে প্রতিকূল অবস্থায় অনিয়মিত অভিবাসন হ্রাস করা।

প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট

  • Procurement and establishment of network infrastructure to connect 25 government organizations at Moheshkhali;
  • Renovate an abandoned cyclone shelter into an IT Space (Training Center & Community Club, e-Business Center etc.);
  • Procurement and installation of Telecom. Equipment (Microwave Tower);
  • Procurement and installation of Electrical Equipment (Back up Battery & Rectifier);
  • Procurement of services of providing Bandwidth;
  • Procurement of Office equipment, Furniture & Decoration;
  • Training (Local): ICT Training for School Teachers includes troubleshooting and maintenance of Digital Classroom;
  • Training (Foreign);
  • Foreign Tour;
  • Monitoring & Evaluation;
  • Audio Visual;
  • Seminar Conference;
  • Conduct Distance Learning Program for 10 primary schools in Mohehskhali;
  • Procurement of IT equipment (Computer, projector, sound system) for establishing 2nd multimedia classroom in 10 primary school in Moheskhali;
  • Procurement of 60 Computer tables and chairs for establishing labs in 10 primary schools;
  • Awareness building for students and parents to adapt them in e-learning.
  • Providing Mobile Healthcare devices to the hospitals and Clinics;
  • Capacity Building training on Mobile Healthcare devices;
  • Procurement and installation of CC TV system for Moheskhali Health Complex;
  • Research study for Analyzing comparative advantage of agriculture products in Moheshkhali and market price;
  • Conduct research and analyze on agriculture market, e-commerce trends, target customer;
  • Procurement of portable IT Device to Manage e-commerce activity;
  • Set up product processing and packaging equipment in IT space;
  • Procurement of IT equipment & Furniture for e-Business Center;
  • Procurement of IT equipment and network installation for activating 3 Agriculture Information and Communication Center;
  • Hiring an NGO to provide massive awareness program on benefits of using e-commerce platform for the farmers;
  • Improving local capacity in producing organic product;
  • Strengthening the capacity of Agriculture Information and Communication Center;

 

বাস্তবায়ন অগ্রগতি

  •  
  • মহেশখালী আইল্যান্ডের ৩টি নির্বাচিত ইউনিয়নের ২৫টি সরকারি প্রতিষ্ঠানকে হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
  • মহেশখালী আইল্যান্ডের বর্তমান মাইক্রোওয়েভ টাওয়ারে নতুন যন্ত্রপাতি ইনস্টল করে GiGA মাইক্রোওয়েভ কমিউনিকেশন চালু করা হয়েছে।
  • ফাংশন এবং ডিজাইন বিবেচনায় রেখে আইটি স্পেসকে সংস্কার করে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও কমিউনিটি ক্লাব হিসেবে প্রস্তুত করা হয়েছে।
  • আইটি ট্রেনিং সেন্টারটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরকে হস্তান্তর করা হয়। সমাজসেবা অধিদপ্তরে ব্যবহৃত জাতীয় কারিকুলাম অনুযায়ী আইটি ট্রেনিং সেন্টারটি ব্যবহার করে আইল্যান্ডের যুব সম্প্রদায়ের আইটি’র উপর দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে আইটি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
  • প্রতিদিন আনুমানিক ৩০ জন মানুষ কমিউনিটি ক্লাব এর কম্পিউটার, ইন্টারনেট, এবং ছোট আকারের সভা অনুষ্ঠানের জন্য কমিউনিটি স্পেস ব্যবহার করে থাকে।
  • বিটিসিএল কম্পাউন্ডে একটি ৫০মিটার উচ্চতার Self-Supported নতুন মাইক্রোওয়েভ টাওয়ার নির্মানের কাজ মে ২০১৯ এর মধ্যে শেষ হবে। ২ সেট ব্যাকআপ ব্যাটারী ও ২টি রেক্টিফায়ার সংগ্রহ ও স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

 

  •  
  • ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৩য় শ্রেনী পর্যন্ত এবং ২টি মাদ্রাসায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর কারিকুলাম এবং টেক্সটবুক অনুসরণে প্রস্তুতকৃত কারিকুলামে একটি অনলাইন স্কুল সিস্টেমের মাধ্যমে ইংরেজী বিষয়ের উপর দূর প্রশিক্ষণ (Distance Learning) প্রোগ্রাম চালু করা হয়েছে।
  • ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম পরিচালনার জন্য ১০টি স্কুল ও ২টি মাদ্রাসায় ২ সেট করে মাল্টিমিডিয়া সিস্টেম প্রদান করা হয়েছে। এ সাথে কম্পিউটারও প্রদান করা হয়েছে।
  • ভালোভাবে ডিসটেন্স লার্নিং ক্লাস পরিচালনা এবং মাল্টিমিডিয়া শিক্ষণ উপকরণ ব্যবহারের বিষয়ে TOT প্রশিক্ষন এবং বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার মাধ্যমে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা উন্নয়ন করা হয়েছে।
  • ই-শিক্ষা এবং ক্লাসে মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহারের সুবিধা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
  • ৫০ জন প্রাইমারী স্কুল শিক্ষকদের আইটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
  • ১০ টি স্কুলে কম্পিউটার জোন তৈরী করে দেয়া হয়েছে।

 

      স্বাস্থ্য:

  • দূর থেকে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য সেবা প্রদানের জন্য জেলা পর্যায়ের মেডিকেল অফিসারদের Mobile Ultrasound এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। Urine Tester, Mobile Ultra-sonograph, Blood Tester ইত্যাদি যন্ত্রপাতি প্রদান এবং এ সকল যন্ত্রপাতি ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • মহেশখালী আইল্যান্ডের ৪টি কমিউনিটি হেলথ ক্লিনিক এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারীদের Mobile Healthcare যন্ত্রপাতির ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • মহেশখালী আইল্যান্ডের ৪টি কমিউনিটি হেলথ ক্লিনিকে ১টি করে, মহেশখালী হেলথ কমপ্লেক্সে ২টি এবং কক্সবাজার সদর হসপিটালে ৩টি Mobile Ultrasound যন্ত্র দেয়া হয়েছে।
  • মহেশখালী হেলথ কমপ্লেক্স ও কক্সবাজার সদর হসপিটালে ১টি করে Blood Tester দেয়া হয়েছে।
  • ২৭টি কমিউনিটি ক্লিনিকে ১টি করে Urine Analyzer দেয়া হয়েছে।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগের জন্য কমিউনিটি ক্লিনিকসমূহে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও Telemedicine Equipment (K-BOX) সেটআপ করে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।
  • মহেশখালীতে হেলথ্ কমপ্লেক্স-এ ১৬টি ক্যামেরা সহ CCTV ইনস্টল করে দেয়া হয়েছে।

 

       তথ্যে প্রবেশাধিকার:

  • কমিউনিটিতে যুবকদের জন্য মোটিভেশনাল সেমিনারের আয়োজন করা হয়েছে।
  • কৃষক এবং কৃষি কর্মকর্তাদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে।
  • মহেশখালী কমিউনিটিতে তথ্যে প্রবেশাধিকারের জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সাথে সংযুক্ত থাকার সুফল এর বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

       বিদ্যুৎ:

  • আইল্যান্ডের বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানে ১০টি প্রাথমিক বিদ্যালয়, আইটি স্পেস, হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লাব ও সোসাল ওয়েলফেয়ার কার্যালয়ে বিকল্প বিদ্যুৎ হিসেবে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

 

       ই-কমার্স:

  • কৃষকের উৎপাদিত পণ্য, ক্ষুদ্র শিল্পের মাধ্যমে উৎপাদিত ও অন্যান্য পণ্যের যথাযথ মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য ই-কমার্স সেবা প্রদান করা হচ্ছে।
  • ই-কমার্স এর কাজের জন্য মহেশখালীতে e-Business সেন্টার তৈরী করা হয়েছে।

 

প্রশিক্ষণ 

স্থানীয়: ৬০ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছ।

বৈদেশিক: ৩ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছ।

১০

সেমিনার/ কর্মশালা/ আয়োজিত  ইভেন্ট ও প্রতিযোগিতা

  • .

কর্মশালার বিবরণ

  •  
  •  

Awareness Raising for student and parents on eLearning

৬ টি

  •  

Awareness Raising for the benefits of using e-Commerce

৯ টি

  •  

Planning Workshop for Awareness Raising on the benefits of using e-Commerce

১ টি

  •  

Awareness raising programme for community on distance learning programme

১ টি

  •  

Induction workshop on e-Education and the benefit of utilizing multimedia contents for the class

১ টি

  •  

Motivation Seminar on the benefit of computer education

৪ টি

  •  

Inception workshop of Digital Island project

১ টি

  •  

Induction workshop on e-Agriculture for the farmers and agriculture officers in the field

১ টি