বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২৩

সংক্ষিপ্ত জীবনালেখ্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ড. মোঃ আব্দুল মান্নান, পিএএনির্বাহী পরিচালক (গ্রেড-), বিসিসি

ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ, (৫৬৮৭) বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। প্রশাসন ক্যাডারে যোগদান ১৯৯৩ সালের ১লা এপ্রিল। নিজ জেলা: ঝিনাইদহ

মাঠপ্রশাসনে চাকুরি: সহকারী কমিশনার, নারায়ণগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি), কালকিনি ও রাজৈর; সিনিয়র সহকারী কমিশনার, মাদারীপুর; উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী ও কুমিল্লা।

মন্ত্রণালয়ে চাকুরি: সিনিয়র সহকারী সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; উপসচিব ও যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ; যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (সংযুক্ত); প্রকল্প পরিচালক, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ; নির্বাহী পরিচালক (গ্রেড-১), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

পরামর্শক হিসেবে চাকুরি: এটুtআই, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নলেজ শেয়ারিং প্রোগ্রাম এবং ফিলিপাইনে ইউএনডিপি মিশনে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা:

ডিজিটাল সিস্টেম তৈরি বাস্তবায়ন:

  • ২০১১ সালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় তথ্য বাতায়ন পাইলটকরণ এবং পরবর্তীতে সারাদেশে বাস্তবায়নে টিমের নেতৃত্ব প্রদান। জাতীয় তথ্য বাতায়ন এখন বিশ্বের সর্ববৃহৎ সরকারি বাতায়ন। জাতীয় তথ্য বাতায়ন দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত।
  • ২০১৬ সালে ই-মিউটেশন তৈরি এবং সারাদেশে বাস্তবায়নে সমন্বয়সাধন। ই-মিউটেশন ২০১৮ সালে জনপ্রশাসন পদক এবং ২০২০ সালে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত।
  • ভূমি পোর্টাল—জমি (land.gov.bd) এবং অনলাইন আরএস খতিয়ান তৈরিতে টিমের নেতৃত্ব প্রদান।
  • ই-নথির বর্তমান ভার্সন তৈরি এবং বাস্তবায়নে টিমের সমন্বয়সাধন। ই-নথি দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত।
  • সেবা সহজিকরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৬০০ সেবা সহজিকরণে নেতৃত্ব প্রদান। সেবা সহজিকরণ জনপ্রশাসন পদকসহ WSIS পুরস্কারে ভূষিত।
  • উত্তরাধিকার ক্যালকুলেটর এবং জিপিএফ ক্যালকুলেটর তৈরিতে নেতৃত্ব প্রদান।
  • 'ই-মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম', 'এসডিজি ট্র্যাকার', 'ল্যান্ড ইনফরমেশন অ্যান্ড সার্ভিস ফ্রেমওয়ার্ক’, ইত্যাদি ডিজিটাল সিস্টেম তৈরি এবং বাস্তবায়নে টিমের সমন্বয়সাধন।

পলিসি প্রণয়নে ভূমিকা:

  • সচিবালয় নির্দেশমালা, ২০১৪-এর সংশোধনে একাধিক উপস্থাপনা প্রদান, খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
  • তথ্য কমিশনের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন।
  • মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ প্রতিকার ব্যবস্থা নির্দেশিকার খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
  • জেলা ব্র্যান্ডিং কৌশলপত্রের খসড়া প্রণয়নে টিমের নেতৃত্ব প্রদান।
  • সেবা সহজিকরণ ম্যানুয়াল ও জাতীয় তথ্য বাতায়ন ম্যানুয়াল তৈরিতে টিমের নেতৃত্ব প্রদান।  

পুরস্কার স্বীকৃতি:

  • ২০২১ সালে বীর মুক্তিযোদ্ধাগণের ভাতা প্রদান সিস্টেমের জন্য ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড লাভ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
  • ২০২০ সালে ডিজিটাল ল্যান্ড রেকর্ড সিস্টেমের জন্য ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড লাভ।
  • ২০১৮ সালে সেবা সহজিকরণ এবং ই-মিউটেশনে অনবদ্য ভূমিকা রাখায় দুটি জনপ্রশাসন পদক অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
  • ২০১১ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিকাশে ভূমিকা রাখায় সেরা জেলা ই-গভর্নমেন্ট ফোকাল পয়েন্ট হিসেবে পুরস্কৃত।
  • ২০০৫ ও ২০০৯ সালে স্কাউটিং-এ ভূমিকা রাখায় পুরস্কৃত।

শিক্ষা, গবেষণা প্রকাশনা:

  • উদ্ভিদবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী অর্জন।
  • বিএসসি-তে প্রথম বিভাগে প্রথম এবং এমএসসি-তে প্রথম শ্রেণী।
  • জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৬টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত।
  • ২০২১ সালে প্রকাশিত ই-গভর্ন্যান্স বিধানাবলি বইয়ের সহ-সম্পাদক
  • ৩৬টি সেবা সহজিকরণ বই সহ-সম্পাদনা। ২০টি সেবা সহজিকরণ দৃষ্টান্ত বই প্রকাশে সহায়তা প্রদান।
  • ৬৪টি জেলার জেলা ব্র্যান্ডিং বইয়ের ১ম ও ২য় ভার্সন প্রকাশে নেতৃত্ব প্রদান।
  • দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘Knowledge sharing programme with Bangladesh: Capacity building of the government officials for effective use of the e-Government tools’ বইয়ের সহলেখক।
  • কয়েকটি দেশে ডিজিটাল বাংলাদেশ-বিষয়ক উপস্থাপনা প্রদান।

আন্তর্জাতিক প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ:

সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, সুইজারল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর।

বিভিন্ন সংস্থায় সংশ্লিষ্টতা:

  • ১২ টি বিভিন্ন কোম্পানি, ফাউন্ডেশন, পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ।        
  • বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মিডিয়া ও জনসংযোগ কমিটির আহবায়ক (২০১৯-)।
  • অফিসার্স ক্লাব ঢাকার আইসিটি বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান (২০২০-)।
  • ঝিনাইদহ জেলা অফিসার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য।