বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২০

কভিড-১৯ মোকাবেলায় অনলাইন প্রশিক্ষণ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প’ কভিড-১৯ মোকাবেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালনায় অনলাইন প্রশিক্ষণ কর্মসূচী চালু রেখেছে


প্রকাশন তারিখ : 2020-06-30

২৮ জুন ২০২০, রবিবার: জিআরপি’র অ্যাসেটস ম্যানেজমেন্ট মডিউলের ওপর অনলাইন প্রশিক্ষন কার্যক্রম শুরু।

বাংলাদেশসহ বিশ্ব ব্যাপি কভিড-১৯ এর কারণে চলছে লকডাউন। স্থবির হয়ে পড়েছে সরকারি সহ সকল স্তরের কার্যক্রম। তার মাঝেও বসে নেই আইসিটি ডিভিশনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বিসিসি’র অধীনে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের ব্যবস্থাপনায় অনলাইনে অ্যাসেটস ম্যানেজমেন্ট মডিউলের ওপর তিন দিন ব্যাপী প্রশিক্ষন কোর্স আজ ২৮ জুন ২০২০ শুরু হয়েছে।  এটি চলবে ৩০ জুন ২০২০, মঙ্গলবার পর্যন্ত। প্রশিক্ষণ টি সম্পূর্ণ অনলাইনে জুম প্লাটফরমে প্রদান করা হচ্ছে। প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষন কোর্সটির শুভ উদ্ভোধন করেছেন এন এম জিয়াউল আলম, সিনিয়র সচিব, আইসিটি ডিভিশন। তিনি বলেন যে, আইসিটি ডিভিশনের অন্যতম লক্ষ্য হচ্ছে অফিস অটোমেশন, যা ইআরপি সিস্টেম ছাড়া কোনভাবেই সম্ভব নয়। সেদিক থেকে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন মডিউল উন্নয়নের পিছনে অবদান বাখায় তাদেরকে ধণ্যবাদ প্রদান করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পার্থ প্রতিম দেব, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরবর্তী ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সকলে অ্যাসেটস ম্যানেজমেন্ট মডিউলটির সফল বাস্তবায়ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রকল্পের দশটি স্ট্যাক হোল্ডারদের পক্ষ থেকে মোট বিশ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসাবে ছিলেন কোক্রিয়েটস লিমিটেডের মোঃ আসিফরানা এবং তার টিমমেটগণ। তাদের কারিগরি সহায়তা প্রদান করেন প্রকল্পের পরামর্শক সাদী মোহাম্মদ হোসেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগি অধ্যাপক ড. শামসুজ্জোহা বায়েজিদ প্রশিক্ষণ কার্যক্রমটি বিশেষজ্ঞ সদস্য হিসাবে মনিটরিং করছেন। কোর্সটি পরিচালনা করেন প্রকল্পপ রিচালক ড. অশোক কুমার রায়। সিনেসিস আইটিলি. এবং জিআরপি টিমের সদস্যরা ও প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।