বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০১৯

বিসিসি কর্তৃক পরিচালিত ‘প্রোফেশনাল ডিপ্লোমা ইন গেইম ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2019-01-29

গত ২৮শে জানুয়ারি, ২০১৯ ইং রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় ‘প্রোফেশনাল ডিপ্লোমা ইন গেইম ডেভেলপমেন্ট” কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ও সনদপত্র বিতরণ প্রোগ্রাম বিসিসিতে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ০১ বছরের অধিক সময়ে কোর্সটি পরিচালনা করেন যৌথভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং দেশের স্বনামধন্য মোবাইল গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘রাইজ আপ ল্যাবস’। সমাপনী অনুষ্ঠানে বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিসিসি’র সদস্য (মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বিভাগ) জনাব রেজাউল করিম, পরিচালক (বিকেআইআইসিটি) জনাব মোঃ সফিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির, বিসিসি’র সিনিয়র কর্মকর্তাবৃন্দ, মোবাইল গেইম প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, ‘রাইজ আপ ল্যাবসের’ প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক এবং প্রশিক্ষণ ম্যানেজার জনাব মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বর্তমানে বিশ্বে গেমিং ইন্ড্রাস্ট্রিতে দক্ষ ডেভেলপারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে প্রেক্ষিতে বিসিসি ইন্ড্রাস্ট্রিতে দক্ষ জনবল সরবরাহের অংশ হিসেবে এ কোর্সটি চালু উদ্যোগ গ্রহণ করে। কোর্সটির মূল উদ্দেশ্য হল দেশের তরুণ প্রজন্মকে বহিঃবিশ্বের গেম ডেভেলপমেন্ট জগতের সাথে পরিপূর্ণভাবে পরিচয় করিয়ে দেয়া এবং সেই সঙ্গে স্বনির্ভরভাবে গেম তৈরিতে তাদেরকে সক্ষম করে তোলা। প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা ০৫টি গেইম প্রস্তুত করা হয় এবং সেগুলো বর্তমানে গুগল প্লে স্টোরে  হোস্টিং করা হয়েছে। এ কোর্সের মাধ্যমে গেইম তৈরির ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট এবং প্লে স্টোরে গেম হোস্টিং করার জন্য যা করণীয় তাঁর সব কিছু শেখানো হয়েছে। এ কোর্সের আওতায় প্রশিক্ষণার্থীদের Unity, 2D & 3D, Maya, Photoshop, Illustrator, Soft Skill সহ আরও কিছু সফটওয়্যারের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও দেশ ও দেশের বাইরে গেমিং ব্যক্তিদের মাধ্যমে গেমিং ইন্ড্রাস্ট্রি সর্ম্পকে সম্যক ধারণা প্রদান করা হয়েছে। কোর্সটিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গেমিং ইন্ড্রাস্ট্রিতে ০৪ মাসের ইন্টার্ণশীপের ব্যবস্থা ছিল। প্রশিক্ষণার্থীদের অনেকেই ইন্টার্ণশীপ সফলভাবে সমাপ্ত করে বর্তমানে দেশের বিভিন্ন গেমিং প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কোর্স সর্ম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন: bkiict.bcc.gov.bd