বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২৩

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের ৩৭৮ জন কমিউনিটি ডিজ্যাবিলিটি এক্সপার্টদের প্রশিক্ষণ প্রদান


প্রকাশন তারিখ : 2020-01-06

বাংলাদেশ কম্পিঊটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ, সঠিক পরিচর্যা এবং সমাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৩/১২/২০১৯ তারিখ সারাদেশের ৬৩ উপজেলার ৩৭৮ জন কমিউনিটি ডিজ্যাবিলিটি এক্সপার্টদের “ডিজ্যাবিলিটি ওরিয়েন্টেশন” প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ টি স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সিং কেন্দ্র থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন সেন্টারে উপস্থিত ডিজ্যাবিলিটি এক্সপার্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন সূচনা ফাউন্ডেশন কর্তৃক মনোনীত প্রশিক্ষক জনাব আনিকা রহমান লিপি, সহকারী পরিচালক সিডিডি এবং প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান; উপ-প্রকল্প পরিচালক মোঃ গোলাম রব্বানি। এছাড়াও প্রতিটি টেলিমেডিসিন সেন্টারের সাপোর্ট ইঞ্জিনিয়ারগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণে বিভিন্ন সিভিল সার্জন অফিস থেকেও প্রশিক্ষণার্থীরা সংযুক্ত হয়।

“ডিজ্যাবিলিটি ওরিয়েন্টেশন” প্রশিক্ষণে উপস্থিত কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সিং এ যুক্ত ৬৩টি উপজেলার প্রশিক্ষণার্থীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা