বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৪

বিশেষায়িত কোর্স

নারী উন্নয়ন প্রোগ্রাম

নারীদের ক্ষমতায়ন এবং আইসিটি সেক্টরে তাদেরকে এগিয়ে নেয়ার লক্ষক্ষ্য এই প্রোগ্রামের আওতায় অর্ধেক কোর্সফিতে কম্পিউটারের বেসিক কোর্স “Introduction to Computer and Office Applications under WID”পরিচালনা করা হয়।

Speech and Hearing Impaired and Slam Deewers Program

এই প্রশিক্ষণ কোর্সের আওতায় দৃষ্টি ও শারিরীকভাবে প্রতিবন্ধি এবং সমাজের পিছিয়ে পড়া বসিত্মবাসীদেরকও দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষক্ষ্য বিশেষ কোর্স পরিচালনা করা হয়।

বিশেষ কাস্টমাইজ্ড প্রশিক্ষণ কোর্স

ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নের লক্ষক্ষ্য সরকারি, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদেও  তথ্য প্রযুক্তিতে দক্ষ করে  গড়ে তোলার জন্য বিকেআইআইসিটি তথা বিসিসি তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ কাস্টমাইজ্ড প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে। বর্তমানে চলমান কাস্টমাইজ্ড কোর্স Basic computer Training for SCOPE.

 

শিক্ষকদের জন্য বেসিক আইসিটি ট্রেনিং

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ‘‘আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন’’ শীর্ষক কর্মসূচির আওতায় ইতোমধ্যেই সারাদেশে মাষ্টার ট্রেইনার তৈরীর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে এবং তৎপরবর্তি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিসিসি কর্তৃক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের কম্পিউটার /বিজ্ঞান/ গণিত শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।