বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২৩

মানব সম্পদ উন্নয়ন

  • বিসিসি এবং বিসিসি কর্তৃক গৃহীত প্রকল্প হতে প্রায় ,৩৬,০০০+ জনকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে পুরুষ ১,৮৮,২০০ জন ও মহিলা ৪৭,৮০০ জন।
  • বিসিসির বাংলাদেশ-কোরিয়ান ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি) এবং ৭টি আঞ্চলিক কেন্দ্র হতে বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী ৭টি ডিপ্লোমা/পিজিডি ও ২৬টি স্বল্পমেয়াদী কোর্সের আওতায় ২০১০ সাল হতে ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত প্রায় ৩৬,০০০ জন প্রশিক্ষণার্থীকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার সিংহভাগই দেশ-বিদেশের বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠানে চাকরি করছে।
  • ‘বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল’ প্রকল্পের আওতায় ,৮৯০ জন শিক্ষককে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ এবং ,১২,১৮৯ জন ছাত্র-ছাত্রীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় ৩১৬ জন মাস্টার ট্রেইনারকে এবং ৩৮৩৭ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বেসিক আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ‘এমপাওয়ারিং রুরাল কমিউনিটিজ রিচিং দ্যা আনরিচড ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার’ প্রকল্পের আওতায় ,৬৭০ জন ইউডিসির উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভার্নেন্স (এলআইসিটি)’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিকমানের প্রশিক্ষণে ৫,১৫৯ জন আইটি প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদ তৈরি করা হয়েছে। যার মধ্যে ১,১৩১ জনের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও দেশের আইটি প্রতিষ্ঠানের ৬৪২ (ছয়’শ বিয়াল্লিশ) জন মধ্যম স্তরের কর্মকর্তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে Advanced Certification for Management Professionals প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ফেসবুকের সাথে যৌথভাবে ১৩,০০০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আইটি/আইটিইএস প্রফেশনালদের জন্য অনলাইন পোর্টাল বিডিস্কিলস )bdskills.gov.bd) চালু করা হয়েছে।
  • বাংলাদেশের প্রথম সারির আইটি কোম্পানিগুলোকে নিবিড়ভাবে নিরীক্ষা করে নির্বাচিত কোম্পানিগুলোর নির্বাহীদের জন্য ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত ৩১টি ট্রেনিং সেশান সম্পন্ন করা হয়েছে।
  • ঢাকা ও সিঙ্গাপুরে দেশী আইটি কোম্পানির মোট ৫০ জন সিএক্সও লেভেলের কর্মকর্তার প্রশিক্ষণ দেয়া হয়েছে।
  • ই-গভার্নেন্স ও সাইবার নিরাপত্তা বিষয়ে ,০২৫ জন সরকারি কর্মকর্তাকে দেশে ও বিদেশে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ অব দ্যা আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রি শীর্ষক প্রকল্পের আওতায় উদীয়মান প্রযুক্তি (Emerging Technology) যথা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ব্লকচেইন, রোবোটিকস, বিগ ডাটা, মেডিক্যাল স্ক্রাইব, সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয়ে ১,০৭০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, প্রশিক্ষিত এ সকল জনবল দেশে-বিদেশে চাকরি করছে।
  • মুজিববর্ষ উপলক্ষে বিশ্ব বিখ্যাত ই-লার্নিং প্লাটফর্ম Coursera-এর সৌজন্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এলআইসিটি প্রজেক্ট এর যৌথ উদ্যোগে Workforce Recovery Program with Coursera শীর্ষক অনলাইন কোর্সের মাধ্যমে মোট ৮,৪৬৪ টি কোর্স সম্পন্ন করা হয়েছে। ফলে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে।
  • বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদেরকে ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এলআইসিটি প্রকল্প ও Women and e-Commerce (WE) সংস্থার সাথে যৌথভাবে গ্লোবাল এবং লোকাল স্পিকারদের নিয়ে বাংলাদেশের প্রথম সিরিজ ওয়ার্কশপ "উই মাস্টারক্লাস" মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতিতেও অত্যন্ত সফলতার সাথে গত এক বছরে মোট ১২টি অনলাইন সেশনে প্রায় ,৫০০ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফলে এ সকল উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।
  • National University of Singapore এর সাথে দেশীয় ১০টি কোম্পানীর প্রোটোটাইপ উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। এ প্রশিক্ষণে দেশীয় ১০টি কোম্পানীর ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। দেশের তথ্যপ্রযুক্তি শিল্প প্রতিষ্ঠানের মধ্যম স্তরের ২০৭ জন কর্মকর্তাকে মিডল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • e-Gov CIRT প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৩,৩৩৭ জন সরকারি কর্মকর্তাকে Cyber security, Digital Forensic Certified Ethical Hacker (CEH), Certified Secure Computer User, Malware Analysis, Managing Digital forensic Lab, Accounting Fraud Investigation, COBIT-5, ITIL, CyberSec First Responder, Oxygen Forensic, Reverse Engineering, Network Traffic Analysis, Open Source Intelligence, Encase Forensic, Binary Analysis & Vulnerability Assessment ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মধ্যে সরকারি বিভিন্ন আইন শৃংখলা রক্ষা বাহিনীর ,৪৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
  • বিসিসি’র সাইবার ডিফেন্স প্রশিক্ষণ সেন্টারে CISCO Cyber Security Ops Training, DNS, DNSSEC, Cyber Drill Orientation, National Cyber Drill 2020 বিষয়ক কোর্সে মোট ১,২০৭ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট এসব প্রশিক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিসিসি, বাংলাদেশ আর্মি, কোষ্টগার্ড, NTMC, বাংলাদেশ বিমান বাহিনী ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
  • ইনফো-সরকার ফেজ-৩ প্রকল্পের আওতায় দেশে স্থাপিত গভর্নমেন্ট নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় বিষয়ে ৭২০ জন কর্মকর্তাকে IP, DWDM, Power এবং Switch-এর ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। চীন এবং থাইল্যান্ডে ৩৫ জন উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এক সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট প্রশিক্ষণও দেয়া হয়েছে।
  • সফটওয়্যার কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেশন সেন্টার স্থাপন প্রকল্পের মাধ্যমে বিসিসি’র ৩৯ জন কর্মকর্তা ISTQB Core Foundation ও ISTQB Agile Foundation প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ১৫ জন কর্মকর্তা ISTQB Core Foundation এর সার্টিফিকেট অর্জন করেছে।
  • এলআইসিটি প্রকল্পের আওতায় অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে প্রাথমিকভাবে ৫টি কারিগরি কোর্সের ওপর সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য যোগ্য জনবল বাছাই করতে সহায়তা প্রদান করা, দেশে-বিদেশে  ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী যোগ্য জনবল সরবরাহ করার ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।
  • এলআইসিটি প্রকল্পের মাধ্যমে একটি অনলাইন প্রশিক্ষণ প্লাটফর্ম গড়ে তোলা হচ্ছে, যেখানে বিসিসি এবং অন্যান্য আইসিটি অ্যাসোসিয়েশনগুলো (BASIS, BACCO, e-CAB ইত্যাদি) কর্তৃক প্রশিক্ষণ প্রদান করা হয়। এখানে বাধ্যতামূলকভাবে সফট স্কিল প্রশিক্ষণ এর পাশাপাশি বাছাইকৃত কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।  অনলাইন ট্রেনিং প্ল্যাটফরমের মাধ্যমেও ছাত্র-ছাত্রীরা ঘরে বসে অনলাইন ট্রেনিং এ অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করছে, ফলে আউটসোর্সিং কাজে ব্যাপক ফ্রিল্যান্সার সৃষ্টি হচ্ছে।
  • Bangladesh High Commission, London এর সহযোগিতায় যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তিগত পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং আউটসোর্সিং পার্টনার ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে BD IT Connect Portal, UK এর উদ্বোধনী অনুষ্ঠান গত ৩ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
  • বিপিও ট্রেনিং প্রদানকারী আইটি প্রতিষ্ঠান ‘গোল্ডেন হার্ভেস্ট’ এর সাথে স্বাক্ষরিত MoU এর আওতায় এলআইসিটি  প্রকল্পের মাধ্যমে বিসিসি আগামী পাঁচ বছরে BPO সেক্টরে ২০,০০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাঁচ বছর মেয়াদী এই প্রশিক্ষণ শেষে সর্বমোট ,০০০ শিক্ষার্থীর চাকুরীর সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে।
  • উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA)  শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং এবং মেন্টরিং-এর মাধ্যমে ৪১০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যারা স্ব স্ব পণ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাকারী হিসেবে কর্মসংস্থানের সৃষ্টি করবে।
  • Women IT Frontier Initiative (WIFI) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ২০০০ জন নারী উদ্যোক্তাকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে এ পর্যন্ত ৫,০০০ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতিবছর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকুরী মেলার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত প্রায় ৭৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
  • জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জাপানিজ ভাষা, জাপানিজ বিজনেস কালচার ও আইটি এর ওপর এপর্যন্ত ৬৫ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ১৮৯ জনের কর্মসংস্থান জাপানে এবং ৭৬ জনের কর্মসংস্থান জাপান-বেইজড বাংলাদেশী কোম্পানীতে হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে কর্মসংস্থানের হার ১০০%।
  • আইটি ও নন-আইটি গ্রাজুয়েটদের IT Skill Standard নির্ধারণের জন্য IT Engineers Examination(ITEE) চালু করা হয়েছে। বাংলাদেশে ITEE পরীক্ষা নিয়মিতভাবে পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিকভাবে Bangladesh IT-engineers Examination Center (BD-ITEC) বিসিসি-তে স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ৭০৫ জন সার্টিফিকেশন অর্জন করেছে, যাদের জাপানসহ মোট ৭টি দেশে আইটি সেক্টরে চাকুরী করার সুযোগ সৃষ্টি হয়েছে।
  • বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের আওতায় ১০টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের ৮০০ জনকে উন্নয়নকৃত মডিউলের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া  ১২ জন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়াতে “ERP System in South Korea” এর ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে।
  • “ফরমেশন অব দি ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান ফর ডিজিটাল বাংলাদেশ” প্রকল্পের মাধ্যমে মোট ৪৭ জন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচীর অন্যতম জাতীয় আইসিটি ইন্টার্ণশিপ। এ প্রোগ্রামের উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জনবলের পেশাগত দক্ষতা উন্নয়ন। ইন্টার্ণশিপ প্রোগ্রাম এ পর্যন্ত ১৩ টি ব্যাচের মাধ্যমে মোট ,১৭২ জনের ইন্টার্ণির সুযোগ সৃস্টি করা হয়।