কম্পিউটিংয়ে OID (Object Identifier) একটি আন্তর্জাতিকভাবে নির্ধারিত হায়ারারকিক্যাল এবং স্বতন্ত্র শনাক্তকারী, যা ISO, IEC ও ITU-T কর্তৃক যৌথভাবে নির্ধারিত হয়ে থাকে এবং বৈশ্বিক পরিসরে বিভিন্ন অবজেক্ট যেমন প্রোটোকল, সফটওয়্যার উপাদান, নেটওয়ার্ক উপাদান কিংবা ডেটা স্ট্রাকচার সনাক্তকরণে ব্যবহৃত হয়।