উক্ত লিংকের 'আবেদন করুন' অংশে ক্লিক করে 'ই-ফরম' পাতায় প্রবেশ করুন। নির্ধারিত ফরমে আবেদন দাখিলের জন্য নিচের দিকে স্ক্রল করে 'বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল' সিলেক্ট করুন। সাধারণ যেকোন আবেদন/অভিযোগ/মতামত দাখিলের জন্য পাতার উপরের অংশের মেনু বার থেকে 'সাধারণ ফরম' সিলেক্ট করুন।