Leveraging ICT for Growth, Employment and Governance Project প্রকল্পের ই-গভর্নেন্স কম্পোনেন্ট এর আওতায় বিসিসিতে জাতীয় ডাটা সেন্টার ও সরকারের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছে। আইটি ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উক্ত টিমটি BGD e-GOV CIRT নামে পরিচিত।
নরওয়ে ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান NRD AS উক্ত প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এবং BGD e-GOV CIRT প্রকল্পটি ২০১৭ সাল নাগাদ সমাপ্ত হবে।
BGD e-GOV CIRT এর লক্ষ্য
BGD e-Gov CIRT এর লক্ষ্য ই-সরকার পরিবেশের মধ্যে সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তিখাতে গৃহিত সরকারেরে উদ্যোগসমূহের উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করা
বাংলাদেশ সরকারের নেটওয়ার্ক ও আইটি অবকাঠামোর সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা
বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে জাতীয় সাইবার নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ (যেমনঃ শিক্ষা, জনবল, দক্ষতা, প্রয়োজনীয় আইনী অবকাঠামো ইত্যাদি) গ্রহন করা
বাংলাদেশের জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা উন্নয়নে সহায়তা করা।
ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা