বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

BGD e-GOV CIRT কি?

  • Leveraging ICT for Growth, Employment and Governance Project প্রকল্পের ই-গভর্নেন্স কম্পোনেন্ট এর আওতায় বিসিসিতে জাতীয় ডাটা সেন্টার ও সরকারের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছে। আইটি ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উক্ত টিমটি BGD e-GOV CIRT  নামে পরিচিত।
  • নরওয়ে ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান NRD AS উক্ত প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এবং BGD e-GOV CIRT প্রকল্পটি ২০১৭ সাল নাগাদ সমাপ্ত হবে।

    BGD e-GOV CIRT এর লক্ষ্য

  • BGD e-Gov CIRT এর লক্ষ্য ই-সরকার পরিবেশের মধ্যে সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তিখাতে গৃহিত সরকারেরে উদ্যোগসমূহের উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করা
  • বাংলাদেশ সরকারের নেটওয়ার্ক ও আইটি অবকাঠামোর সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা
  • বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে জাতীয় সাইবার নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ (যেমনঃ শিক্ষা, জনবল, দক্ষতা, প্রয়োজনীয় আইনী অবকাঠামো ইত্যাদি) গ্রহন করা
  • বাংলাদেশের জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা উন্নয়নে সহায়তা করা।
  • ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা