তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) শীর্ষক প্রকল্প আইসিটি খাতের মর্যাদাপূর্ণ পুরস্কার “Asian-Oceanian Computing Industry Organization (ASOCIO)” কর্তৃক ASOCIO 2018 Digital Government Award লাভ করেছে। ASOCIO Award এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইসিটি খাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।
ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প সমগ্র বাংলাদেশের ২৬০০ ইউনিয়নে গ্রামের সাধারণ জনমানুষের নিকট ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে উচ্চগতির ইন্টারনেট অবকাঠামো তৈরীর স্বীকৃতিস্বরূপ Digital Award ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেছে।
জাপানে অনুষ্ঠিত ASOCIO digital Summit 2018-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব গত ৮ নভেম্বর ২০১৮ পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
ASOCIO-2018 পুরস্কারটি গ্রহণের ফলে Citizen Service এবং Digital Government বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বর্তমান সক্ষমতার বিষয়টি আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিতি লাভ করছে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে।
উল্লেখ্য, ASOCIO ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ASOCIO Award-2010 প্রদান করে। এছাড়া আইসিটি সেক্টরে অনন্যঅবদান রাখায় বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে আজীবন এসোসিও সম্মাননা প্রদান করে।