ক্রমিক নং |
বিষয়বস্তু |
বিবরণ |
||||||||
১ |
প্রকল্পের নাম |
টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন (কানেক্টেড বাংলাদেশ) প্রকল্প। |
||||||||
২ |
মেয়াদ |
জুলাই ২০১৮- জুন ২০২৫ |
||||||||
৩ |
প্রাক্কলিত ব্যয় |
|
||||||||
৪ |
জনবল |
কর্মকর্তা: ৪৯ জন কর্মচারী : ০৬ জন |
||||||||
৫ |
পটভূমি |
টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন (কানেক্টেড বাংলাদেশ) প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকারের এ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকার দেশব্যাপী সুদৃঢ়, আধুনিক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরিকাঠামো প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করেছে। এ লক্ষ্যে সারাদেশে আইসিটি নেটওয়ার্ক স্থাপন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের ৬৫৩ টি ইউনিয়নকে ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় আনা হবে।
|
||||||||
৬ |
লক্ষ্য ও উদ্দেশ্য |
|
||||||||
৭ |
প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট |
|
||||||||
৮ |
বাস্তব অগ্রগতি |
১। সারাদেশে ৮টি বিভাগে প্রকল্পের ৭০০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ২। সারাদেশে ৮টি বিভাগে প্রকল্পের ৬৫৩টি PoP Renovation’র কাজ সম্পন্ন হয়েছে। ৩। সারাদেশে ৮টি বিভাগে প্রকল্পের Active Network Equipment স্থাপনের কাজ শেষ পর্যায়ে। ৪। বাংলাদেশ কেবল শিল্প লিঃ খুলনা থেকে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) অনুসরণ করে ৮১০৬ কিঃমিঃ যার মধ্যে ৪৮ কোর ৫১০৫ কিঃমিঃ এবং ২৪ কোর ৩০০০ কিঃমিঃ অপটিক্যাল ফাইবার ক্যাবল ক্রয়ের নিমিত্ত ক্রয় চুক্তি করা হয়েছে এবং বর্তমানে সমগ্র বাংলাদেশে বিভিন্ন সাইটে অপটিক্যাল ফাইবার ক্যাবল সরবরাহ করা হচ্ছে। ৫। বাংলাদেশ কেবল শিল্প লিঃ খুলনা থেকে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) অনুসরণ করে ৫০০০ কিঃমিঃ DUCT পাইপ ক্রয়ের নিমিত্তে ক্রয় চুক্তি করা হয়েছে এবং বর্তমানে সমগ্র বাংলাদেশে বিভিন্ন সাইটে DUCT সরবরাহ করা হচ্ছে। ৬। তাছাড়া ফার্নিচার, অফিস ষ্টেশনারী, অফিস ইকুপমেন্ট, আউটসোর্সিং, গাড়ীভাড়া ইত্যাদি ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৭। প্রকল্পে ১ জন প্রকল্প পরিচালক, ২ জন উপ-প্রকল্প পরিচালক রয়েছে। এছাড়া ১ জন জুনিয়র নেটওয়ার্ক স্পেশালিস্ট (আইপি), ১ জন নেটওয়ার্ক স্পেশালিস্ট (ট্রান্সমিশন), ৪জন জুনিয়র নেটওয়ার্ক স্পেশালিস্ট (ট্রান্সমিশন) ও ৪০ জন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ১ জন হিসাবরক্ষক, ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং, ২ জন অফিস সহায়ক ও ১ জন ক্লিনার রয়েছে। আর্থিক অগ্রগতি: ৫৪.০০% বাস্তব অগ্রগতি: ৯০.০০% |
||||||||
৯ |
প্রশিক্ষণ |
স্থানীয়: ৩৬ জন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। |
||||||||
১০ |
সেমিনার/কর্মশালা/আয়োজিত ইভেন্ট ও প্রতিযোগিতা |
এখনো সম্পন্ন হয়নি। |