বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেট সেন্টার প্রতিষ্ঠাকরণ প্রকল্প

প্রকল্পের তথ্য প্রদানের ছকের ফরমাটঃ

ক্রমিক নং

বিষয়বস্তু

 বিবরণ

প্রকল্পের নাম

“সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেট সেন্টার প্রতিষ্ঠাকরণ” প্রকল্প

মেয়াদ

জুন ২০১৬ - জুন ২০১৯ 

প্রাক্কলিত ব্যয়

অর্থের উৎস

পরিমান

বৈদেশিক সাহায্য

-

জিওবি

২৫২৫.৫৫ (লক্ষ টাকায়)

মোট

২৫২৫.৫৫ (লক্ষ টাকায়)

   

 

 

 

 

 

 

জনবল

কমকর্তা: ১০ জন

কমচারী: ০৩ জন

পটভূমি

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভিন্ন সরকারী দপ্তর/সংস্থা প্রয়োজনানুযায়ী সফটওয়্যার উন্নয়ন / ক্রয় করছে। কিন্তু এসকল সফটওয়্যার এর গুণগত মান পরীক্ষাকরণের কোন আন্তর্জাতিক মানের স্বীকৃত সেন্টার না থাকায় এসকল উন্নয়নকৃত/ক্রয়কৃত সফটওয়্যার এর যথাযথ উপযোগিতা নিশ্চিত করা সম্ভব হতো না। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বর্তমান সরকার দেশে উন্নয়নকৃত/ক্রয়কৃত সফটওয়্যার এর গুণগত মান পরীক্ষাকরণের লক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের “সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষাকরণ ও সার্টিফিকেশন সেন্টার” স্থাপন করার লক্ষে এ প্রকল্প গ্রহণ করা হয়  ।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • সফটওয়্যারের গুণগত মান পরীক্ষা এবং সার্টিফিকেশন কেন্দ্র স্থাপন
  • সরকারী দপ্তর সমূহের উন্নয়নকৃত সফটওয়্যার সিস্টেমের মান যাচাই
  • প্রয়োজনী সফটওয়্যার, হার্ডওয়্যার স্থাপন এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সফটওয়্যার টেস্টিংশিল্পকে উন্নতকরন ও এতদসংক্রান্ত সচেতনতা তৈরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কে সহায়তা প্রদান
  • প্রশিক্ষণের মাধ্যমে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার, পারফরমেন্স টেস্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি টেস্ট ইঞ্জিনিয়ার, মোবাইল টেস্ট ইঞ্জিনিয়ার, টেস্ট ম্যানেজার ইত্যাদি দক্ষ জনবল উন্নয়ন
  • সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল (এসডিএলসি), সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান   

প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের “সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষাকরণ ও সার্টিফিকেশন সেন্টার” স্থাপন করা হয়েছে। প্রকল্পে নিয়োগকৃত কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সফটওয়্যার টেস্টিং বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সফট্ওয়্যার টেস্টিং সেন্টারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্রয় করা হয়েছে। এ সেন্টারটি আন্তর্জাতিক Test Maturity Model Integration (TMMi)Level-3 অর্জন করেছে।

বাস্তবায়ন অগ্রগতি

  • সফটওয়্যার কোয়ালিটি পরীক্ষাকরণ ও সার্টিফিকেশন সেন্টার স্থাপন করা হয়েছে;
  • এ সেন্টারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্রয় করা হয়েছে;
  • ২৪ জন কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে;
  • বিভিন্ন সরকারী অফিসের ৯ টি ওয়েব এপ্লিকেশন ও ২ টি মোবাইল এ্যাপস টেস্টিং সম্পন্ন করা হয়েছে;
  • বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ইনফো সরকার ৩ প্রকল্পের DWDM, Router, Switch, Online UPS, Wi-Fi Router  এবং বাংলাদেশ কাস্টমস হাউস-এর হার্ড ড্রাইভ টেস্টিং সম্পন্ন করা হয়েছে।

 

আর্থিক অগ্রগতি: ৯১%।

বাস্তব অগ্রগতি: ৯৭%।

প্রশিক্ষণ  

স্থানীয়: ২৪  জন

বৈদেশিক: ১০ জন