বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২৪

বিসিসি কর্তৃক সমাপ্ত প্রকল্পসমূহ

ক্রমিক

প্রকল্পের নাম

বাস্তবায়নকাল ও ব্যয়              

উদ্দেশ্য

"জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং আইসিটি প্রশিক্ষণ চালুকরণ" (৬৪ জেলায় ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন) শীর্ষক প্রকল্প

জুলাই ২০০৭-জুন ২০১০ (২৪.৮৭ কোটি টাকা)

জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন

২.

সাপোর্ট টু হাই-টেক পার্ক অথোরিটি টু এস্টাবলিশ হাই-টেক পার্ক এ্যাট কালিয়াকৈর, গাজীপুর

এপ্রিল ২০১০- জুন ২০১৩ (১৮.৯৫ কোটি টাকা)

কালিয়াকৈর হাই-টেক পার্ক এলাকায় অবকাঠামো নির্মাণ

বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্প

জানুয়ারী' ২০১১-জুন'২০১৪

(২১.৪৩ কোটি টাকা)

উপজেলা পর্যায়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আইসিটি প্রশিক্ষণ প্রদান।

৪.

এস্টাবলিশমেন্ট অব সাসেক ইনফরমেশন হাইওয়ে (বাংলাদেশ পার্ট)

জুলাই'২০১০-ডিসেম্বর'২০১৩

(২৮.৬০ কোটি টাকা)

SASEC ভূক্ত চারটি দেশের সাথে রিজিওনাল নেটওয়ার্ক স্থাপন।

৫.

এম্পাওয়ারিং রুরাল কমিউনিটিজ রিচিং দ্যা আনরিচড ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার (UISC) প্রকল্প

নভেম্বর'২০১১- মার্চ' ২০১৪

(৯.৪৩ কোটি টাকা)

দূর্গম এলাকায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন।

৬.

ডেভলাপমেন্ট অব ন্যাশনাল আইিসটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্ণমেন্ট (বাংলাগভনেট)

এপ্রিল '২০১০-জুন,২০১৫

(২৮১.৪৮ কোটি টাকা)

দেশে ই-গভর্ণমেন্ট এর সুষ্ঠু এবং সফল বাস্তবায়নের নিমিত্ত সরকারের মন্ত্রণালয়/বিভাগ, ঢাকা জেলার গুরুত্বপূর্ণ সরকারী অফিসসমূহ, সকল জেলা প্রশাসন এবং ৬৪টি উপজেলা প্রশাসন কে একটি পাবলিক নেটওয়ার্কের আওতায় আনা।

৭.

অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিসিসি শক্তিশালীকরণ প্রকল্প

জুলাই' ২০১১-জুন' ২০১৫

(৬৭.৫০ কোটি টাকা)

বিসিসি ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ ।

৮.

ক্যাপাসিটি বিল্ডিং অন ITEE ম্যানেজমেন্ট প্রকল্প

ডিসেম্বর ২০১২ - জুন ২০১৬

(৩১.৭৩ কোটি টাকা)

বাংলাদেশের তথ্য প্রযুক্তি পেশাজীবী ও গ্রাজুয়েটদের জ্ঞান ও দক্ষতার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ITEE (Information Technology Engineers Examination) মানদন্ডে পরিমাপ করা।

৯.

ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভণমেন্ট ফেজ-২ (ইনফো সরকার) শীর্ষক প্রকল্প

জুলাই ২০১৩- ডিসেম্বর ২০১৫

(১৩৩৩.৪৪ কোটি টাকা)

দেশে ই-গর্ভণমেন্ট এর সুষ্ঠু এবং সফল বাস্তবায়নের নিমিত্ত উপজেলা পর্যায়ে পাবলিক নেটওয়ার্ক স্থাপন।

১০.

লিভারেজিং-আইসিটি-প্রকল্প

ফেব্রুয়ারি ২০১৩ - জুন ২০১৯

(৭৯৮.৭৫ কোটি টাকা)

তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার উন্নয়নের মাধ্যমে খাতে আরও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানী বহুমুখীকরণ, সরকারের সেবার মান উন্নয়ন জনগণের দোরগোড়ায়সেবা পৌছে দেয়া। তাছাড়া প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে ত্রিশ হাজার (৩০,০০০) প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। 
১১ ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্প

জানুয়ারি ২০১৭ - ডিসেম্বর ২০১৯ 

২০০১.১৬ (লক্ষ টাকা)

 প্রকল্পটির সার্বিক উদ্দেশ্য হল,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মহেশখালী দ্বীপের অধিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন।
১২

ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন (১ম সংশোধিত) প্রকল্প

জুলাই ২০১৬ – ডিসেম্বর২০২০

৩৪০৫.০৭

(লক্ষ টাকা)

সরকারের সকল ক্ষেত্রে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ই-গভঃমেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা। 
সফ্টওয়্যার কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠাকরণ

জুলাই ২০১৬ – জুন ২০২০

৩৮৬৯.৩৬

(লক্ষ টাকা)

দেশে উন্নয়নকৃত/ক্রয়কৃত সফটওয়্যার এর গুণগত মান পরীক্ষাকরণের লক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের “সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষাকরণ ও সার্টিফিকেশন সেন্টার” স্থাপন করার লক্ষে এ প্রকল্প গ্রহণ করা হয়
১৪ ফোর টায়ার ডাটা সেন্টার স্থাপন প্রকল্প   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’  বাস্তবায়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে দেশের সরকারী ও বেসরকারী  বিভিন্ন নাগরিক সেবার ডিজিটালাইজেশন হচ্ছে। এ কারণে ক্রমাগত বিপুল পরিমাণ তথ্য বা ডেটার উৎপত্তি ঘটছে যার নিরাপদে সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এ চাহিদা মেটানোর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে।
১৫ জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প

আগস্ট ২০১৭ হতে জুন ২০২২

(৪৪.৭৫ কোটি টাকা)

 

বাংলাদেশের আইসিটি পেশাজীবীদের ব্র্যান্ড ইমেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি করা।জাপানিজ আইসিটি মার্কেটের উপযোগী করে দক্ষ আইসিটি জনবল তৈরি করা। আইসিটি পেশাজীবীদের জাপান ও বাংলাদেশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। জাপানিজ আইসিটি মার্কেটের উপযোগী করে আইটি ইঞ্জিনের দক্ষতা উন্নয়নের জন্য আইসিটি ইন্ডাস্ট্রির এর সহযোগিতায় একটি রোল মডেল প্রণয়ণ করা।

 

১৬ বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প

জুলাই ২০১৬ – ডিসম্বর ২০২০

(৩৪০৫.০৭ লক্ষ টাকায়) 

সরকারী সংস্থার অটোমেশনে বিচ্ছিন্ন কিছু সিস্টেম তৈরী হচ্ছে যা বিভিন্ন সংস্থার তথ্য বিনিময়ে বিশাল বাঁধা। সরকারের সকল সংস্থার জন্য একটি একক সমাধান পদ্ধতি বিবেচনা করে “বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি” তৈরীর মাধ্যমে ই-গভর্নমেন্টের জন্য প্রতিষ্ঠিত  অবকাঠামো ব্যবহার নিশ্চিত করা যাবে। 
১৭ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প)

জানুয়ারি ২০১৭ - ডিসেম্বর ২০২৩

(২১৪১.৪২ কোটি টাকা)

বিসিসি এর বাংলা গভনেট (ইনফো-সরকার ১ম পর্যায়) ও ইনফো-সরকার ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। দেশের প্রান্তিক গ্রামীণ জনপদে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্য নিয়ে এ প্রকল্পে ২৬০০ ইউনিয়নকে নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে ১০০০ অফিসে ডাটা কানেক্টিভিটি এবং ১৬০০ অফিসে VPN/MPLS সার্ভিস প্রদান করা সম্পন্ন হয়েছে।
১৮ বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন মার্চ ২০১৮ – ডিসেম্বর ২০২৩
(১৭৮.৪৩ কোটি টাকা)
সরকারি ই-মেইল নীতিমালা’র আলোকে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ই-মেইল সিম্টেম বাস্তবায়ন ও ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল লিটারেসি সেন্টারের মাধ্যমে উন্নয়নকৃত কনটেন্ট-এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।