বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২২

প্রাথমিকে কোডিং চালুর কাজ শুরু হয়েছে: জুনাইদ আহ্‌মেদ


প্রকাশন তারিখ : 2022-02-14

প্রাথমিক পর্যায়ে জাতীয় শিক্ষা কারিকুলামে কোডিং ও প্রোগ্রামিং চালুর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন আইটি-বিষয়ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর সমাজ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়কে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। এ ছাড়া শিশুদের সমাধানমুখী চিন্তার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামে কোডিং চালু করার বিষয়ে কাজ শুরু হয়েছে।

দেশের তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করতে না পারলে মেধার যথাযথ বিকাশ ঘটবে না বলে মন্তব্য করেন জুনাইদ আহ্‌মেদ। তিনি বলেন, তরুণদের যোগ্যতা ও মেধা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।

বাংলাদেশকে বিশ্বদরবারে প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক প্রয়াস নিয়ে কাজ করার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে যুব-প্রতিবন্ধীদের গ্লোবাল আইটি প্রতিযোগিতা ২০২১, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০২১, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপি) ওয়ার্ল্ড ফাইনালস ২০২১ ও ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এর বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির প্রমুখ।