বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প

ক্র:

বিষয়বস্তু

 

বিবরণ

১.০

প্রকল্পের শিরোনাম

:

বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন

(Establishment of Secured email for Government & Digital Literacy Center)

১.১

প্রকল্পের বাস্তবায়নকাল

:

০১ মার্চ ২০১৮-৩১ ডিসেম্বর ২০২০

১.২

প্রকল্পের অর্থায়ন

:

জিওবি

১.৩

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা

 

:

  • সরকারে কর্মরত সকলের জন্য নিরাপদ ই-মেইল
  • তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে সাইবার নিরাপত্তার বিষয়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ।
  • উন্মুক্ত তথ্যে ডাটা এনালাইসিস (Open Data Analytics) স্বক্ষমতা ও অবকাঠামো স্থাপন।
  • ইন্টারনেটে তথ্যের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির মধ্যে সরকারের সচেতনতা বৃদ্ধি।

সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিম্নরূপঃ

  • ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন;
  • উন্মুক্ত তথ্য বিশ্লেষণ কেন্দ্র চালুকরণ;
  • তথ্য নিরাপত্তার বিষয়ে অবহিতকরণ;
  • "Hack me if you can" কার্যক্রমের মাধ্যমে সরকারি সংস্থাগুলোর মধ্যে সাইবার নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধি;
  • সাইবার নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধির জন্য ল্যাব স্থাপন।

১.৪

প্রকল্পের ফলাফল

:

  • ডিজিটাল লিটারেসি সেন্টার (ডিএলসি) স্থাপন ।
  • উন্মুক্ত তথ্যে ডাটা এনালাইসিস (Open Data Analytics) সক্ষমতা তৈরী।
  • দেশে সাইবার নিরাপত্তা সচেতনতা প্রতিষ্ঠা।
  • তথ্য নিরাপত্তা সচেতনতার জন্য  প্রচারণা বাস্তবায়িত।
  • “Hack me if you can” প্রতিযোগিতা  বাংলাদেশে আয়োজনের মাধ্যমে সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি।

১.৫

প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ার পর সিস্টেমের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ কে করবে।

:

প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ার পর সিস্টেমের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বিসিসি'র রাজস্ব বাজেট হতে মেটানোর সংস্থান রাখা হবে।বিসিসি'র নতুন সৃষ্ট পদ হতে উপযুক্ত জনবল দেয়া হবে।