বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২১

বিসিসির বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২০-২১ এর অংশ হিসাবে “G-Cloud” উদ্ভাবনী উদ্যোগটির অনলাইনে প্রদর্শনী (শোকেসিং) ২৭.০৪,২০২১ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হয়


প্রকাশন তারিখ : 2021-04-29

বিসিসির বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২০-২১ এর অংশ হিসাবে “G-Cloud” উদ্ভাবনী উদ্যোগটির অনলাইনে প্রদর্শনী (শোকেসিং) ২৭.০৪,২০২১ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।  উক্ত শোকোসিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চিফ ইনোভেশন কর্মকর্তা জনাব রীনা পারভীন, অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) উপস্থিত ছিলেন। তাঁর বক্তৃতায় তিনি এই আড়ম্বরপূর্ন আয়োজনে বিসিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ.বি.এম আরশাদ হোসেন উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিসিসি কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং -২০২১ এর সভাপতিত্ব করেন বিসিসির সুযোগ্য নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতিম দেব। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিসির ইনোভেশন কর্মকর্তা জনাব এহছানুল পারভেজ। জনাব মধুসূদন চন্দ, আঞ্চলিক পরিচালক, বিসিসি এর সঞ্চালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২১ সালের প্রথম ইনোভেশন শোকেসিং এ ৪২জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। জনাব রেজওয়ানা শারমিন, এনালিষ্ট (কোড রিভিউ), বিসিসি “G-Cloud” উদ্ভাবনীর উপস্থাপনা করেন ।