বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২৪

এসএইচকিউটিসি সেন্টার হতে প্রদত্ত বিভিন্ন সেবা

(ক) সফটওয়্যার এর মান পরীক্ষা সংক্রান্ত:

সেবার নাম

সেবার বর্ণনা

Functional Testing (কার্যকারিতা পরীক্ষাকরণ)

কার্যকারিতা পরীক্ষাকরণ (Functional Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যার অ্যাপ্লিকেশন তার স্পেসিফিকেশন অনুযায়ী সঠিকভাবে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হয়।

Compatibility Testing (উপযোগিতা পরীক্ষাকরণ)

উপযোগিতা পরীক্ষাকরণ (Compatibility Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো এ্যাপ্লিকেশন বিভিন্ন হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেমস, নেটওয়ার্ক এনভাইরনমেন্ট বা মোবাইল ডিভাইসে চলতে সক্ষম কিনা তা যাচাই করা হয়।

Integration Testing (একত্রীকরণ পরীক্ষাকরণ)

একত্রীকরণ পরীক্ষাকরণ (Integration Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো এ্যাপ্লিকেশনের স্বতন্ত্র ইউনিট/মডিউলসমূহ এক অপরের সঙ্গে যুক্ত থাকাকালীন সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করা হয়।

Automation Testing (স্বয়ংক্রিয় পরীক্ষাকরণ)

কার্যকারিতা পরীক্ষাকরণ (Functional Testing) কে স্বয়ংক্রিয়করণ

API Testing

(এপিআই পরীক্ষাকরণ)

এপিআই পরীক্ষাকরণ হল কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাকশনের একটি সেট যার মধ্যে রয়েছে API-তে কল পাঠানো, আউটপুট পাওয়া এবং সংজ্ঞায়িত ইনপুট প্যারামিটারের বিপরীতে সিস্টেমের প্রতিক্রিয়া যাচাই করা, বিশেষত, ডেটা এবং ডেটার বিন্যাস, HTTP স্ট্যাটাস কোড এবং ত্রুটি কোডের যথার্থতা যাচাই করা।

Performance Testing (কর্মদক্ষতা পরীক্ষাকরণ)

কর্মদক্ষতা পরীক্ষাকরণ (Performance Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যাপ্লিকেশন তার প্রত্যাশিত ওয়ার্কলোডের অধীনে কত ভালোভাবে কাজ করতে পারে তা পরীক্ষা করা;

 

লোড পরীক্ষাকরণ (Load Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী একযোগে কোনো এ্যাপ্লিকেশন ব্যবহার করলে তা কিভাবে আচরণ করে পরীক্ষা করা হয়।

Security Testing

(নিরাপত্তা পরীক্ষাকরণ)

নিরাপত্তা পরীক্ষাকরণ (Security Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যার/হার্ডওয়্যারের মধ্যে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

 

ভালনারিবিলিটি অ্যাসেসমেন্ট (Vulnerability Assessment)" হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যার/হার্ডওয়্যার সিস্টেমে নিরাপত্তা ঝুঁকিগুলি মূল্যায়ন করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকির সম্ভাবনা হ্রাস করা সম্ভব;

 

পেনেট্রেশন পরীক্ষাকরণ (Penetration Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন এর নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হয়েছে সেটি পরীক্ষা করা হয়।

Source Code Analysis (কোড পর্যালোচনা পরীক্ষাকরণ)

কোড পর্যালোচনা পরীক্ষাকরণ (Code Review Testing) হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যাপ্লিকেশনের সোর্স কোডের মধ্যে কোনো ধরণের ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করা হয়।

External Software Audit (বহি:স্থ সফটওয়্যার অডিট)

সেবা গ্রহণকারীর চাহিদা মোতাবেক নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সফটওয়্যার অডিট করা হয়।

Other Testing

(4IR Tools)

(অন্যান্য পরীক্ষাকরণ)

আলোচনার সাপেক্ষে।

 

 

(খ) হার্ডওয়্যার এর মান পরীক্ষা সংক্রান্ত:

সেবার নাম

সেবার বর্ণনা

Network Device Testing

কারিগরি বিনির্দেশ (Technical Specification) অনুযায়ী পরীক্ষা করা হয়।

Computer Testing

Display Testing

Camera Testing

Printer Testing

Scanner Testing

UPS Testing

Mobile/ Tablet Testing

Video Device Testing

Video Conference System

Individual Devices

4IR Technology Tools

(IOT, Blockchain, etc.)

Video Conference System

Individual Devices