বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স প্রকল্প

ক্রমিক নং

বিষয়বস্তু

 বিবরণ

প্রকল্পের নাম

“লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স প্রকল্প (২য় সংশোধনী)” প্রকল্প

মেয়াদ

ফেব্রুয়ারি ২০১৩ - জুন ২০১৯ 

প্রাক্কলিত ব্যয়

অর্থের উৎস

পরিমান (কোটি টাকায়)

বৈদেশিক সাহায্য

২৩.৪৩

জিওবি

৭৭৫.৩১

মোট

৭৯৮.৭৫

   

 

 

 

 

 

 

জনবল

কমকর্তা: ৫৭ জন

কমচারী: ৫ জন

পটভূমি

তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার ও উন্নয়নের মাধ্যমে এ খাতে আরও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানী বহুমুখীকরণ, সরকারের সেবার মান উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া। তাছাড়া প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে ত্রিশ হাজার (৩০,০০০) প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। ই-গভার্নেন্স অবকাঠামো শক্তিশালীকরণ ও সক্ষমতা বৃদ্ধি করণ।

লক্ষ্য ও উদ্দেশ্য

আইটি/আইটিএসএসঃ

(ক) আইটি/আইটিইএস সেক্টরের জন্য ৩০,০০০ দক্ষ জনবল তৈরি;

(খ) আইটি নির্ভর ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি;

ই-গভার্নেন্সঃ

(ক) জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানো; 

(খ) বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (BNDA) বাস্তবায়ন করা;  

(গ) সাইবার অপরাধ দমন টিম গঠন করা; 

(ঘ) সরকারি কর্মকর্তাদের আইসিটি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ।

প্রকল্পের উল্লেখ্যযোগ্য কম্পোনেন্ট

তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রসার ও উন্নয়নের মাধ্যমে এ খাতে আরও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানী বহুমুখীকরণ, সরকারের সেবার মান উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া। তাছাড়া প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে ত্রিশ হাজার (৩০,০০০) প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। ই-গভার্নেন্স অবকাঠামো শক্তিশালীকরণ ও সক্ষমতা বৃদ্ধি করণ।

 

বাস্তবায়ন অগ্রগতি

  • ৩২,৯৪৪ জনের প্রশিক্ষণ সম্পন্ন
  • ১০,৬২৪ জনকে চাকরিতে নিযুক্ত
  • মধ্যম স্তরের ৫২৬ জন ম্যানেজারের প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ
  • ফেসবুকের সাথে যৌথভাবে ১৩,০০০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ
  • অনলাইন কোর্স থেকে ২০০০ জনের প্রশিক্ষণ গ্রহণ
  • অনলাইন পোর্টাল বিডিস্কিলস (bdskills.gov.bd)
  • দেশী ও বিদেশী কোম্পানিসমূহের মধ্যে B2B Matchmaking Program গ্রহণ
  • Everest Group ক‍র্তৃক তিনটি Industry রিপো‍র্ট প্রকাশ
  • ভারতীয় কোম্পানি ডাটা কোর এবং কাজী আইটি এর সাথে যৌথ ব্যবসা চুক্তি সম্পাদন
  • একটি Investment হেল্পডেস্ক স্থাপন
  • তথ্য প্রযুক্তি শিল্প বিকাশে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে পলিসি এডভোকেসি
  • তথ্য প্রযুক্তিকে পেশা হিসাবে গ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্যে চাকরি মেলা
  • কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন
  • ISO/BDS 20000 ও ISO/BDS 27001 Certification
  • ডাটা সেন্টারের ক্যাপাসিটি ২৫০ টেরাবাইট থেকে ২.৫ পেটাবাইটে উন্নীত
  • সার্ট ল্যাব প্রতিষ্ঠা
  •  বিশেষায়িত প্রশিক্ষণ ল্যাব প্রতিষ্ঠা
  • ১৫ টি ক্রিটিকাল ইনফরমেশন অবকাঠামোতে সাইবার সেন্সর প্রযুক্তি স্থাপন
  • সাইবার জিম তৈরি
  • GeoDASH প্লাটফর্মটি NDA সার্ভিস বাসে সংযুক্ত
  • E-recruitment সিস্টেম তৈরি, সার্ভিস বুক অটোমেশন, ই-পেনশন সার্ভিস ওপেন ও BOSEL এর android অ্যাপ প্রস্তুত
  • অনলাইনে খাদ্যশস্য সংগ্রহের জন্য সফটওয়্যার
  • Project Tracking System
  • ই-গভার্নেন্স বিষয়ে ৪৮৬ জন সরকারি কর্মকর্তাকে বৈদেশিক ও ২,৪৫০ জনকে স্থানীয় প্রশিক্ষণ
  • সার্ট টিমের নয় জন সদস্যের আন্তর্জাতিক সার্টিফিকেশন

 

আর্থিক অগ্রগতি: ৮০.৭৮%।

বাস্তব অগ্রগতি: ৯৪%।

প্রশিক্ষণ  

স্থানীয়: ২,৪৫০ জন

বৈদেশিক: ৪৮৬ জন

১০

সেমিনার/কর্মশালা/আয়োজিত  ইভেন্ট ও প্রতিযোগিতা

 

  • এ পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, যশোর, রংপুর ও খুলনাতে ৯ টি চাকরি মেলা ও ক্যারিয়ার ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ সকল মেলায় ৫৬,০০০-এর অধিক চাকরিপ্রার্থী অংশ অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী কোম্পানীসমূহ কর্তৃক ২,৭৩৮ জনের সাক্ষাৎকার গ্রহণ করে ৬৫৭ জনকে চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।