সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোয়ালিটি পরীক্ষাকরণ ও সার্টিফিকেশন (এসএইচকিউটিসি) সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) হতে প্রতিষ্ঠিত দেশের একমাত্র আন্তর্জাতিক মানের সফটওয়্যার এবং হার্ডওয়্যার টেস্টিং সেন্টার। দেশে ব্যবহৃত সফটওয়্যার ও হার্ডওয়্যারের গুণগতমান এবং সর্বসাধারণের জন্য সাইবার/ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে এই এসএইচকিউটিসি সেন্টার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ২০১৬ সালে এই সেন্টারটি যাত্রা শুরু করে এবং এটি বিসিসির টেস্টিং, মাননিয়ন্ত্রণ, ও সার্টিফিকেশন শাখার অধীনে পরিচালিত হচ্ছে। সেন্টারটির রয়েছে TMMi (Level-5), ISO/IEC-17025, ISO/IEC-15408 মানের আন্তর্জাতিক সার্টিফিকেশন।
সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ :