বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি প্রতিযোগিতা

. ভূমিকা

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ প্রোগ্রাম যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিভিন্ন দেশের দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি বেশ কয়েকটি পর্বে বিভক্ত থাকে, যেমন উদ্বোধনী, সমাপনী, দেশ ভিত্তিক প্রতিবেদন তৈরী ও উপস্থাপন, প্রশিক্ষণ, একক ও দলীয় প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিজ্ঞতা বিনিময়। প্রতিযোগিতাগুলো নিম্নরূপঃ

 

ক) ই-ডিজাইন চ্যালেঞ্জঃ এটা দলীয় প্রতিযোগিতা। প্রতিটা দলকে তাদের নিজের দেশকে উপস্থাপন করতে একটি পোস্টার তৈরী করতে বলা হয়। পাওয়ার পয়েন্ট তৈরী করে এ কাজটি করতে হয়।

 

খ) ই-লাইফ ম্যাপ চ্যালেঞ্জঃ এটি একটি একক প্রতিযোগিতা। এতে প্রতিযোগীদের কিছু সমস্যার সমাধান করতে দেয়া হয়। প্রতিযোগীরা কিছু পরিচিত সফ্‌টওয়্যার যেমন ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সফটওয়ার ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করেন।

 

গ) ই-টুল চ্যালেঞ্জঃ এখানেও প্রতিযোগীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে এককভাবে কিছু সমস্যার সমাধান করতে বলা হয়। এর মাধ্যমে প্রতিযোগীদের সাধারণ এ্যাপ্লিকেশন ব্যবহার  দক্ষতা যাচাই করা হয়।

 

ঘ) ই-ক্রিয়েটিভ চ্যালেঞ্জঃ এটি একটি দলীয় প্রতিযোগিতা যেখানে সব দলকে একই কাজ দেয়া হয়। এখানে প্রতিযোগী দলগুলোকে প্রথমে এমআইটি উদ্ভাবিত SCRATCH নামক একটি সফটওয়্যার টুলস ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত প্রোগ্রাম ব্যবহার করে  নিজের দেশ সংশ্লিষ্ট অথবা অন্য কোন প্রদত্ত বিষয়কে ভিত্তি করে একটি এনিমেশন তৈরী করতে বলা হয়।

 

. গ্লোবাল আইটি চ্যালেঞ্জ বাংলাদেশ

 

২.১  GITC 2015: ২০১৫ সালের ২৫ হতে ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় গ্লোবাল আইটি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়। ১৫ টা দেশের ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ ২২০ জন প্রতিনিধি এ প্রোগ্রামে অংশগ্রহন করেন। প্রতিবন্ধী যুবক ছাড়াও এ প্রতিযোগিতায় ৬০ জন তথ্য প্রযুক্তিবিদ, সরকারি কর্মকর্তা এবং ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির সহায়ক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে কর্মকর্তা পর্যায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ এনামুল কবির এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এর হেড অফ প্রোগ্রাম জনাব ইফতেখার আহমেদ অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন জনাব রহিমা পাটোয়ারী (দৃষ্টি), জনাব তৌকির আহমেদ রাতুল (শ্রবণ ও বাক), জনাব মাহাদী হাসান (শারীরিক) এবং জনাব ফয়সাল আহমেদ (শারীরিক)।

 

এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী জনাব মাহাদী হাসান ই-লাইফ ম্যাপ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন এবং এ বিভাগে একটি পুরস্কার অর্জন করেন।

 

২.২   GITC 2016: চীনের জিয়াংসু রাজ্যের ইয়াংজু শহরে ২১-২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ২০১৬ সনের গ্লোবাল আইটি চ্যালেঞ্জ। ১৬ টা দেশের ২৭০ জন যুব প্রতিবন্ধী ব্যক্তি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কোরিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দু’জন কর্মকর্তাসহ মোট ৬ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন জনাব সাইফুল ইসলাম (দৃষ্টি), জনাব মোঃ আরমান কালাম (শ্রবণ ও বাক), জনাব কাজী নুসরাত সিনথিয়া (শারীরিক) এবং জনাব রাফিদ আহসান (এনডিডি)।

 

এ প্রতিযোগিতায় শারীরিক প্রতিবন্ধী বিভাগে বাংলাদেশ দলের প্রতিযোগী কাজী নুসরাত সিনথিয়া Best Challenger  পুরস্কার অর্জন করেন।

 

২.৩  GITC 2017: ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে সেপ্টেম্বর ১৪-২২ তারিখ অনুষ্ঠিত হয় ২০১৭ সনের গ্লোবাল আইটি চ্যালেঞ্জ। ১৬ টা দেশের ২৬৫ জন যুব প্রতিবন্ধী ব্যক্তি ও কর্মকর্তা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কোরিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দু’জন কর্মকর্তাসহ মোট ৬ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন জনাব মোখলেসুর রহমান (দৃষ্টি), জনাব সানজিদা আখতার ঝিনুক (শ্রবণ ও বাক), জনাব এমরান হোসেন (শারীরিক) এবং জনাব জাহিদুল ইসলাম তুহিন (এনডিডি)। অনিবার্য কারণে জনাব মোখলেসুর রহমান দলের সঙ্গে ভিয়েতনাম যেতে পারেননি।

 

এ প্রতিযোগিতায় শারীরিক প্রতিবন্ধী বিভাগে বাংলাদেশ দলের প্রতিযোগী জনাব এমরান হোসেন UN-ESCAP প্রদত্ত Super-Challenger পুরস্কার অর্জন করেন।

 

<----- আগের পাতায়